ধীরে ধীরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় মন্ত্রিসভায়। গত রবিবার করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান! মঙ্গলবার সন্ধ্যায় নিজেই ট্যুইট করে এই খবর দেন। টুইটে তিনি লেখেন, “আমার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দিয়েছিল। তারপর আমি টেস্ট করাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাই চিকিৎসকের পরামর্শে আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি সুস্থ আছি।” যেভাবে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হচ্ছেন, তাতে এমন সময়ে রামমন্দিরের ভূমিপুজো কেন হচ্ছে, সেই নিয়ে সরব হয়েছে প্রত্যেকেই।
উল্লেখ্য, বর্তমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি আছেন। ধর্মেন্দ্র প্রধানও ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন বলে খবর। রবিবার রাতেই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাও! তিনিও নিজেই করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়ে ট্যুইট করেন। ইয়েদুরাপ্পা লেখেন, “আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি। ডাক্তারের পরামর্শে সাবধানতা হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছি।”
উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বিজেপির নেতামন্ত্রীরা নাগাড়ে আক্রান্ত হচ্ছেন করোনা ভাইরাসে। অমিত শাহের করোনা আক্রান্ত হওয়ার পরপরই উত্তরপ্রদেশ বিজেপির সভাপতি স্বতন্ত্র দেব সিংও আক্রান্ত হন করোনায়। আবার, রবিবারই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় উত্তরপ্রদেশের মন্ত্রী কমলা রানি বরুণের। আর এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেই আগামীকাল অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো আয়োজন হতে চলেছে। যা নিয়ে রীতিমত ক্ষুব্ধ দেশের বিরোধী মহল।