অবশেষে কিছুটা স্বস্তির নিঃশ্বাস পড়ল কংগ্রেস শিবিরে। গত বৃহস্পতিবার বাংলার কংগ্রেস নেতা সোমেন বন্দ্যোপাধ্যায়ের দেহত্যাগের দিনেই কংগ্রেস শিবিরের আতঙ্ক বাড়িয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হন বর্তমানে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। তবে এখন আগের তুলনায় অনেকটা ভালো আছেন তিনি। যার ফলে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ দুপুরেই হাসপাতাল থেকে নিজের বাড়ি ফিরেছেন তিনি।
সূত্রের খবর, এদিন বেলা ১টা নাগাদ দিল্লীর শ্রী গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান সোনিয়া গান্ধী। হাসপাতালে তাঁর চিকিত্সার দায়িত্বে থাকা ডা. ডিএস রাণা জানিয়েছেন, সোনিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালের তরফে শেষ মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, “৩০ জুলাই সন্ধে ৭টায় শ্রী গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ বেলা ১টার সময় হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল থেকে ছাড়ার সময় তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল।”
প্রসঙ্গত, গত শুক্রবার হাসপাতালের তরফে রুটিন কিছু পরীক্ষা-নীরিক্ষা করার কথা জানানো হয়েছিল। তার আগেরদিনই হাসপাতালে ভর্তি হন সোনিয়া। এদিকে সে দিনই সকালে দলের রাজ্যসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী। তবে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সত্তরোর্ধ্ব সোনিয়া গান্ধী জটিল রোগে ভুগছেন। চিকিৎসার জন্য তাঁকে এর আগে একাধিকবার মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারিতে দিল্লীর এই হাসপাতালেই একবার ভর্তি হতে হয়েছিল কংগ্রেস সভানেত্রীকে।