করোনা আবহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এছাড়াও মানুষের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়তেন তিনি। এসব খুব একটা ভাল চোখে দেখেননি স্থানীয় দুষ্কৃতীরা। আর তার জেরেই এবার খুন হলেন বাঁকুড়ার এক তৃণমূল নেতা। ছুরি দিয়ে প্রথমে কোপানো হয় ওই তৃণমূল নেতাকে। মৃত্যু নিশ্চিত করতে তারপর তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলেও অভিযোগ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামের ঘটনাক আকস্মিকতায় হতবাক স্থানীয়রা। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।
বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়াড়া গ্রামের উলিয়াড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ছিলেন শেখ বাবর আলি। অভিযোগ, শনিবার রাতে একদল দুষ্কৃতী স্থানীয় তৃণমূলের কার্যালয়ের কাছে জড়ো হয়। ব্যাপক বোমাবাজিও করে তারা। সেই সময় শেখ বাবর আলি বাড়িতেই ছিলেন। দলীয় কার্যালয়ের অদূরেই বাড়ি তাঁর। অভিযোগ, দলীয় কার্যালয়ের পর শেখ বাবর আলির প্রতিবেশী হাজি সাহেবের বাড়িতে আশ্রয় নেয় দুষ্কৃতীরা। সেখান থেকে দরজা ভেঙে শেখ বাবর আলির বাড়িতে ঢুকে পড়ে তারা।
এরপর বাবর আলিকে ছুরি দিয়ে ক্রমাগত কোপাতে থাকে সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। বারংবার কোপানোর পর রক্তাক্ত অবস্থাতেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর মৃত্যু নিশ্চিত করতে বাবর আলি এবং তাঁর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। এ প্রসঙ্গে দলীয় নেতা শ্যামল সাঁতরা বলেন, “বিষয়টি আমি শুনেছি। কয়েকজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীরা অবশ্যই শাস্তি পাবে।” খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। ওই প্রাক্তন প্রধানের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। টবর স্থানীয়দের দাবি, এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্বের পোষা দুষ্কৃতীদের হামলাতেই মৃত্যু হয়েছে এই তৃণমূল নেতার।