প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ অমর সিং। বিগত কিছুদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসা চলছিল এই প্রাক্তন সমাজবাদী পার্টির নেতার। সেখানেই শনিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৪ বছর।
দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন অমর সিং। ২০১৩ সাল থেকে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাস তাঁকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল বলে সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।
উল্লেখ্য, সমাজবাদী পার্টির সঙ্গে যুক্ত হলেও সব দলের নেতাদের সঙ্গে ছিল তাঁর সখ্যতা। বলিউডে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ ছিলেন তিনি। কিন্তু এক সময় সমাজবাদী পার্টির সঙ্গে যোগ ছিন্ন হয় তাঁর। তারপর থেকেই কিছুটা হলেও রাজনীতিতে প্রাসঙ্গিকতা হারান তিনি। আজ তাঁর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।