মারণ ভাইরাস নেগেটিভ হলেও নিস্তার নেই। কারণ আশঙ্কা বাড়াচ্ছে হৃদরোগ। জার্মানির একটি হাসপাতালের একটি গবেষণায় দেখা গিয়েছে, ৭৮ শতাংশের বেশি সুস্থ রোগীর ক্ষেত্রে হৃদপিণ্ডের সমস্যা দেখা গিয়েছে। কিন্তু তাঁদের আগে থেকে কোনও সমস্যা ছিল না।
জেএএমএ কার্ডিয়োলজি’ জার্নালে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ৬০ শতাংশ সুস্থ করোনা রোগীর হৃদপেশিতে তীব্র প্রদাহ বা ইনফ্লেমেশনের ঝুঁকি দেখতে পেয়েছেন ফ্রাঙ্কফুর্টের ইউনিভার্সিটি হসপিটালের গবেষকরা।
চিকিৎসকদের পর্যবেক্ষণ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কিডনি, লিভার, এমনকী চোখেও দীর্ঘকালীন সমস্যা দেখা যাচ্ছে। এতদিনের যা তথ্য পাওয়া গিয়েছে, তার উপর স্বাধীনভাবে নজরদারি চালাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের টেকনিকাল উইং ‘ডিরেক্টরেট জেনারেল অফ হেলফ সার্ভিসে’-এর একটি যৌথ দল।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ‘অফিসার ইন স্পেশাল ডিউটি’ রাজেশ ভূষণ বলেন, ‘দীর্ঘকালীন কী ধরনের শুশ্রুষা প্রয়োজন, তা নিয়ে আমাদের বিশেষজ্ঞরা একটি নথি তৈরি করছেন।’
গবেষকরা জানিয়েছেন, কার্ডিয়াক ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিংয়ে দেখা গিয়েছে যে ৭৮ শতাংশ সুস্থ রোগীর ক্ষেত্রে হৃদপিণ্ডে বিভিন্ন সমস্যা আছে। একইভাবে হৃদপেশিতে তীব্র প্রদাহ বিষয়টিও গবেষকদের নজরে এসেছে। তবে দীর্ঘকালীন সময়ে হৃদপিণ্ডের উপর করোনার কী প্রভাব পড়ে, তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে বলে জানিয়েছেন গবেষকরা।