মোবাইল-ইন্টারনেটের পরিষেবা ছড়াতে তুলে দেওয়া হোক ২জি প্রযুক্তি। এবার এমনই দাবি করলেন রিলায়্যান্স-জিও-র কর্ণধার মুকেশ আম্বানি। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে টেলিকম সংস্থা থেকে শুরু করে নেটিজেনদের মধ্যে।
প্রসঙ্গত, দেশে মোবাইল পরিষেবা ২৫ বছরে ২জি, ৩জি, ৪জি পেরিয়ে এখন ৫জি প্রযুক্তি রূপায়নের দোরগোড়ায়। এই পরিষেবার প্রসারে কেন্দ্রের কাছে সহায়ক নীতি তৈরির আর্জি জানিয়েছেন টেলিকম শিল্পের দুই প্রধান কর্তা। ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তলের আর্জি, আর্থিক উন্নয়নে এই শিল্পকে বহুগুণ কাজে লাগাতে কর কমানো হোক। আর আম্বানি সওয়াল করেন ২জি প্রযুক্তি তুলে দেওয়ার পক্ষে। মোবাইল-ইন্টারনেটের পরিষেবা ছড়াতে ২জি প্রযুক্তি তুলে দেওয়া উচিৎ বলেই মত রিলায়্যান্স-জিও-র কর্ণধারের।
তবে মুকেশের এমন প্রস্তাবে থ’ টেলি শিল্পের একাংশই। তাদের প্রশ্ন, যে দেশে সর্বত্র ৪জি নেই, সেখানে ২জি বন্ধ হবে কী করে? তারা বলছেন, এ জন্য আগে সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। কারণ সর্বত্র ৪জি পরিষেবার পরিকাঠামো ও অনেক কম দামে স্মার্টফোনের ব্যবস্থা না-করেই ২জি তুললে বিপদে পড়বেন বহু মানুষ। আর এ জন্য বিপুল লগ্নী জরুরি। যেখানে বেশির ভাগ সংস্থাই আর্থিক সঙ্কটে ভুগছে।