এর আগে শিলিগুড়ির প্রাক্তন মেয়র তথা সিপিএম বিধায়ক অশোক ভট্টাচার্য কোভিডে আক্রান্ত হয়েছিলেন। এবার ফের বাম শিবিরে থাবা বসালো করোনা। শ্রমিক নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অনাদি সাহু ও চিকিৎসক নেতা ফুয়াদ হালিম কোভিডে আক্রান্ত হয়েছেন। বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তীকে ফুসফুসে সংক্রমণের জন্য বুধবার রাতে নর্থ সিটি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বৃহস্পতিবার সন্ধেবেলা তাঁকে পিয়ারলেস হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে।
কয়েকদিন আগেই করোনা সংক্রমণ ধরা পড়েছিল অনাদি সাহুর। তাঁর স্ত্রী আনবিকা গঙ্গোপাধ্যায়ও করোনা আক্রান্ত। প্রথমে কয়েকদিন উত্তর কলকাতার বাড়িতে থাকলেও সিআইটিউ-র রাজ্য সম্পাদককে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করতে হয়েছে। মেডিক্যালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। তাঁর অবস্থা এখন স্থিতিশীল হলেও এর মধ্যেই একদিন রাতে অবস্থা গুরুতর হয় বলে জানা গিয়েছে।
এদিকে, ফুসফুসের সমস্যার জন্যই বিধানসভার প্রাক্তন স্পিকার প্রয়াত হাসিম আবদুল হালিমের ছেলে ডাক্তার ফুয়াদ হালিমকে ভর্তি করা হয়েছে বেলভিউ হাসপাতালে। বেলভিউ সূত্রে খবর, ফুয়াদের করোনার চেয়ে ফুসফুসের সমস্যা নিয়ে উদ্বেগে চিকিৎসকরা। তাঁর অবস্থাও স্থিতিশীল রয়েছে। আবার, শ্যামল চক্রবর্তীকে বৃহস্পতিবার নর্থ সিটি থেকে পিয়ারলেসে নিয়ে যাওয়া হলে সেখানে প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন রাজ্যসভা সাংসদের কোভিডের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রিপোর্ট মিলতে দেখা যায় তিনিও করোনায় আক্রান্ত হয়েছেন। ৩ নেতার সংক্রমণের পরেই আলিমুদ্দিনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।