দেশজোড়া করোনার সঙ্কটের সময়ে বারবারই দেশের পরিযায়ী শ্রমিকদের পাশে এসে দাঁড়াচ্ছেন তিনি। আর তাতেই রিল লাইফ থেকে বেরিয়ে অভিনেতা সোনু সুদ হয়ে উঠেছেন বাস্তব জীবনের হিরো। পরিয়ায়ী শ্রমিক, সেলাই মিলে কাজ করা মহিলা থেকে ইডলি বিক্রেতা, সবাইকে নিজের উদ্যোগে, নিজের খরচে তাঁদের রাজ্যে ফেরানোর মত বিশেষ উদ্যোগ নিয়েছেন তিনি। এবার নিজের জন্মদিনে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন সোনু। গত বৃহস্পতিবার তার ৪৭ তম জন্মদিনে কাজ হারানো প্রবাসী শ্রমিক ও পরিযায়ী দের কাজের সুযোগ করে দিয়েছেন বলে জানা গিয়েছে।
পরিযায়ীদের জন্য কিছুদিন আগেই একটি অ্যাপ চালু করেন সোনু। ‘প্রবাসী রোজগার’ নামে ওই অ্যাপের মাধ্যমে ভিনদেশে থেকে কাজ হারিয়ে দেশে ফেরা শ্রমিক ও ভারতের পরিযায়ীদের কাজ দেওয়ার সংকল্প ছিল সোনুর। সেই মতো গতকাল নিজের জন্মদিনের দিন আপাতত প্রায় ৩ লক্ষ বেকার প্রবাসী ভারতীয়দের কাজের অফার দিয়েছেন তিনি। গতকাল তিনি এই বিষয়ে টুইট করে জানান, ‘বিদেশে থাকা আমার ভাইদের জন্য সুখবর। আমার জন্মদিনের দিন প্রবাসী রোজগারের সহায়তায় মোট তিন লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করতে পেরেছি। এই কোম্পানি গুলোতে, পিএফ , ইএসআই, ভালো মাইনে পাওয়া যাবে।’