১ আগস্ট থেকে শুরু হতে চলেছে আনলক ৩.০। তাই একদম নতুন গাইডলাইন প্রকাশ করা হল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। নির্দেশিকায় জানান হয়েছে কন্টেইনমেন্ট জোনের বাইরে লকডাউন আরও শিথিল করা হবে। দেশে সম্পূর্ণ লকডাউন ঘোষণার সময় থেকেই নাইট কার্ফু চলে আসছিল। আগামী ১ আগস্ট থেকে এই নাইট কার্ফু উঠে যাচ্ছে। সেই সঙ্গে খুলছে জিম ও যোগ ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র। সিনেমা হলও বন্ধ থাকবে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ থাকবে।
অন্যদিকেকন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন ৩১ আগস্ট পর্যন্ত চলবে। এই সব জোনে লকডাউন যাতে কঠোর ভাবে পালন হয় তা সুনিশ্চিত করবে প্রশাসন। এই সমস্ত জোনে শুধুমাত্র অত্যাবশ্যক জিনিসের দোকানই খোলা থাকবে।
প্রসঙ্গত, বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে তৃতীয়স্থানেই রয়েছে ভারতের নাম। আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষের গন্ডি পার করে বর্তমানে সংখ্যাটা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬৯ জন। শেষ ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৫১৩ জন। পরিস্থিতি যা তাতে বাড়তে থাকা এই সংখ্যা এখনই কমবে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা।