সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ ৷ অভিনেতা মৃত্যুর কারণ অনুসন্ধানে জোরকদমে লেগে পড়েছে পুলিশ ৷ তারই মধ্যে আরও একটা খারাপ খবর ৷ এবার আত্মহত্যা করলেন মারাঠি অভিনেতা আশুতোষ ভাকরে।
নানদেদের গণেশ নগর এলাকায় আশুতোষের ফ্ল্যাট ৷ সেখানেই এদিন ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে অভিনেতার মৃতদেহ ৷
আশুতোষের স্ত্রী ময়ূরী দেশমুখও মারাঠি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ৷ ২০১৬ সালে তাঁদের বিয়ে হয় ৷ বিয়ের মাত্র চার বছরের মধ্যেই আত্মহত্যার চরম সিদ্ধান্ত আশুতোষের ৷
করোনার জেরে দেশজুড়ে লকডাউন ৷ তাতে সমস্যায় পড়ছেন সব ইন্ডাস্ট্রির মানুষই ৷ আশুতোষের আত্মহত্যার কারণ অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি। যদিও পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন তিনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছিলেন আশুতোষ ৷ যেখানে উঠে এসেছে একজন অবসাদগ্রস্ত মানুষ কেন আত্মঘাতী হন, তার কারণ। সেই তিনিই মাত্র ৩২ বছর বয়সেই নিজেকে শেষ করে দিলেন। কেন তাঁর এই চরম সিদ্ধান্ত ? তা বুঝে উঠতে পারছেন না কেউই ৷