বলিউড বা সিনে জগতে কোভিড সংক্রমণের ঘটনা নতুন নয়। এখনও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন। এবার করোনায় আক্রান্ত হলেন বাহুবলী’র পরিচালক এসএস রাজামৌলি। তাঁর পরিবারের সদস্যরাও কোভিডে আক্রান্ত হয়েছেন বলে নিজেই টুইট করে জানিয়েছেন এই দক্ষিণী পরিচালক।
বুধবার টুইট করে তিনি লেখেন, “আমি এবং আমার পরিবারের সদস্যরা কিছুদিন থেকেই অসুস্থ বোধ করছিলাম। আমাদের অল্প জ্বরও ছিল। তাই সময় নষ্ট না করে আমরা করোনা টেস্ট করিয়েছি। তার রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসকের পরামর্শ মতো আমরা সকলেই হোম কোয়ারেন্টাইনে আছি।”
তিনি আরও জানিয়েছেন, তাঁর বা তাঁর পরিবারের সদস্যদের এখন কোনও উপসর্গ নেই। তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই ওষুধ খাচ্ছেন বলে জানিয়েছেন রাজামৌলি। তাঁর তৈরি করা বাহুবলী দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক হয়ে উঠেছিল। ফলে রাজা মৌলির করোনা আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন অনেকেই। দক্ষিণী সংবাদমাধ্যমে নানান গুজবও রটে যায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে।