প্রতিদ্বন্দ্বিতা ভুলে স্টুয়ার্ট ব্রডের ৫০০ উইকেট পূর্তির লগ্নে কুর্নিশ যুবরাজ সিংহের। ২০০৭-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডকেই এক ওভারে ছ’টি ছয় মেরেছিলেন যুবরাজ। এ দিন তিনিই টুইটারে সমর্থকদের অনুরোধ করেন, সে দিনের ঘটনাকে মনে করিয়ে ব্রডকে কটুক্তি না করে তাঁর সাফল্যকে স্বীকৃতি দেওয়া হোক।
প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারের দীর্ঘ টুইট, ‘‘যত বারই ব্রডকে নিয়ে আমি কিছু লিখেছি, সমর্থকেরা তুলনা করেছে ছয় ছক্কার সেই ম্যাচের সঙ্গে। আজ আমার অনুরোধ ব্রডের এই কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য। টেস্টে ৫০০ উইকেট পাওয়া চাট্টিখানি ব্যাপার নয়। আত্মত্যাগ, নিষ্ঠা, কঠোর পরিশ্রম থাকলে তবেই সম্ভব। ব্রড, তুমি কিংবদন্তি। তোমাকে কুর্নিশ।’’
ছোটবেলায় ব্যাট হাতে ঝড় তোলা স্টুয়ার্ট ব্রডই এখন টেস্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় সপ্তম স্থানে। তাঁর কীর্তিতে উচ্ছ্বসিত শেন ওয়ার্ন থেকে সচিন তেন্ডুলকর। আর ছেলে পেসার হিসেবে টেস্টে পাঁচশো উইকেট নেবেন তা কখনওই ভাবতে পারেননি ব্রডের বাবা ক্রিস। তাঁর কথায়, ‘‘ছোট থেকেই ব্যাটিংয়ের প্রতি খুব টান ছিল ওর। আমাদের বাড়ি একটি নদীতে ছোট দ্বীপের মধ্যে। স্টুয়ার্ট ইচ্ছে করে বড় শট খেলত আর নদীতে বল পাঠিয়ে যেত।’’