আনলক-৩-র ঘোষণা হতেই এমনটা অনুমান করা হচ্ছিল। আর সেই প্রত্যাশামতোই এদিন নবান্ন জানালো, এখনও কোভিড হটস্পট শহরগুলি থেকে বিমান আসতে দিতে চায় না রাজ্য সরকার। সেই অনুযায়ী আজ নবান্ন সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস পর্যন্ত দিল্লী-মুম্বই সহ ৬টি শহর থেকে কলকাতায় বিমান পরিষেবা বন্ধ থাকবে।
এই ছয়টি শহর হল দিল্লী, মুম্বই, পুনে, আহমেদাবাদ, চেন্নাই ও নাগপুর। প্রসঙ্গত, অসামরিক বিমান পরিবহণ দফতরের সচিবকে লেখা চিঠিতে যে সব শহরগুলিকে কোভিড আক্রান্ত বলে চিহ্নিত করেছেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, তাদের থেকে বাংলা তথা কলকাতার হাল খুব একটা ভালো নয়।
অন্যদিকে নয়া হটস্পট হিসাবে উঠে আসছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলিও। এসব রাজ্য থেকে বিমান চলাচলে অচিরেই নিষেধাজ্ঞা বসে কিনা এখন সেটিই দেখার। বাংলায় কেসের সংখ্যা আগের তুলনায় দ্রুত বাড়ছে বলেই রাজ্যে প্রতি সপ্তাহে দুই দিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে ৩১ আগস্ট অবধি।