অবশেষে আজ ভারতে পৌঁছাল প্রথম পর্যায়ের ৫টি রাফাল যুদ্ধবিমান। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে সকলেই বায়ুসেনার এই নয়া অত্যাধুনিক যুদ্ধবিমানকে স্বাগত জানিয়েছেন। একইসাথে আজ রাফালকে ভারতে স্বাগত জানাল কংগ্রেসও৷ তবে একইসঙ্গে তারা মনে করিয়ে দিল, ফ্রান্সের কাছ থেকে রাফাল কেনার প্রক্রিয়া প্রথম শুরু হয়েছিল ইউপিএ সরকারের আমলে ২০১২ সালেই৷
এদিন বিকেলে ৫টি রাফাল আম্বালা বিমানঘাঁটিতে পৌঁছতেই কংগ্রেস টুইটারে লিখল, “রাফাল যুদ্ধবিমান পাওয়ার জন্য ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন৷ ২০১২ সালে কংগ্রেস সরকারের উদ্যোগ ও চেষ্টার ফল অবশেষে পাওয়া গেল৷” আর এরপরেই রাফাল চুক্তির প্রসঙ্গ তুলেছে কংগ্রেস৷ মনমোহন সিং সরকারের আমলে হওয়া রাফাল চুক্তির সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের আমলের রাফাল চুক্তির বিস্তর ফারাক।
এদিন এমনটা দাবি করে কংগ্রেসের টুইট, “কংগ্রেস ও বিজেপি- দুই আমলের চুক্তির পার্থক্যই প্রকাশ করছে বিজেপি-র দুর্নীতি৷ কংগ্রেসের রাফাল চুক্তি অনুযায়ী ভারত ১২৬টি রাফাল যুদ্ধবিমান পেতে পারত৷ কিন্তু বিজেপি সরকারের আমলে পেল মাত্র ৩৬টি৷ ১০৮টি রাফাল বিমান ভারতেই তৈরি হতে পারত৷ ভারত ২০১৬ সালেই রাফাল পেয়ে যেত৷ প্রতিটি রাফালের দাম হত ৫২৬ কোটি টাকা৷”