পোস্ট অফিসের ভেতর পার্সেল বোমা ফেটে তীব্র আতঙ্ক সৃষ্টি হল শিলিগুড়িতে। মঙ্গলবার দুপুরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ওই পোস্ট অফিস ও আশেপাশের এলাকা। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।
চম্পাসারির প্রধাননগর পোস্ট অফিসের ভিতর এ দিন দুপুরে আচমকাই ফেটে যায় একটি পার্সেল। বিকট শব্দে চমকে ওঠেন কর্মচারীরা। আশেপাশের এলাকা থেকেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। আর তা শুনেই পোস্ট অফিসের দিকে ছুটে যান এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশ। পার্সেলের মধ্যে বোমা রাখা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
কর্মীদের বাইরে বার করে এনে পোস্ট অফিসের কাজকর্ম বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে আনা হয়েছে স্নিফার ডগ। পার্সেলের মধ্যে কোনও বিস্ফোরক রাখা ছিল কি না তা দেখা হচ্ছে। তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পোস্ট অফিসের কর্মীরা কেউ হতাহত হননি। কিন্তু আচমকা এমন ঘটনায় রীতিমতো বিহ্বল হয়ে পড়েন তাঁরা।