সোমবার সন্ধ্যায় উত্তরাখন্ডের উধম সিং নগর জেলার রুদ্রপুরে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। বন্ধুর সঙ্গে বাইকে চড়ে যাচ্ছিলেন এক যুবক। তিনি হেলমেট পরেননি। টহলদারির সময় উত্তরাখণ্ড পুলিশের নজরে পড়েন তারা। এরপর তারা বাইকটিকে থামান। বাইক চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। অভিযোগ, এর পরে পুলিশকর্মীরা বাইকের চাবি খুলে বিঁধিয়ে দেন চালকের কপালে।
ওই ঘটনার কথা জানাজানি হতে উত্তরাখণ্ড পুলিশের পদস্থ অফিসার অশোক কুমার তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ এক বাইক আরোহীর কপালে চাবি বিঁধিয়ে দিয়েছে শুনে স্থানীয় মানুষ ক্ষুব্ধ হন। তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
প্রসঙ্গত, সিসিটিভির ফুটেজে দেখা যায়, কপালে চাবি বেঁধানো অবস্থায় বাইক চালক দাঁড়িয়ে আছেন। তাঁর কপাল দিয়ে রক্ত ঝরছে। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা আটটা নাগাদ ওই ব্যক্তি বাইকে পেট্রল ভরতে যাচ্ছিলেন।