করোনা মহামারী মোকাবিলার নামে বিজেপি সমস্ত ক্ষমতা ও শক্তিকে কেন্দ্রীভূত করছে। এবার এমনই অভিযোগ করলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। ক্ষমতার এই কেন্দ্রীকরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের মূল আদর্শকেই উপেক্ষা করা হচ্ছে দাবি করেছেন তিনি।
এক সাংবাদিক সম্মেলনে ইয়েচুরি বলেন, ‘বিজেপি মহামারী মুখোশের আড়ালে যুক্তরাষ্ট্রীয় রীতিনীতি বিসর্জন দিয়ে ক্ষমতা ও শক্তি কেন্দ্রীভূত করার প্রক্রিয়া চালাচ্ছে। কেন্দ্র একতরফা সিদ্ধান্ত নিচ্ছে এবং সেই একতরফা সিদ্ধান্তের দায় এবং ফলাফল ভোগ করতে হচ্ছে রাজ্যগুলিকে।’
সংসদের কার্যকলাপকে চূড়ান্ত ভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করে সিপিএম-এর সম্পাদক বলেন, ‘বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন, ইডি এবং সিবিআই–এর কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন উঠছে। যে কোনও ভিন্ন মতকে দেশ বিরোধিতা বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক অধিকার ও নাগরিকদের স্বাধীনতার ওপর এই স্বৈরাচারী আক্রমণের আমরা বিরোধিতা করি।’