গত কয়েক মাস ধরেই গগনচুম্বী হচ্ছিল সোনার দাম। আর আজ সকালে সর্বকালের সর্বোচ্চ শিখরে পৌঁছে গেল সোনার দাম। গত সপ্তাহে উল্লেখযোগ্য দর বাড়ার পরে সপ্তাহের শুরুতেই আজ চড়ল সোনার দাম। এ দিন এমসিএক্স সূচকে একলাফে ১.৫ শতাংশ দর বাড়ার জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম ৮০০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫১,৮৩৩ টাকা। এদিকে, আন্তর্জাতিক ট্রেন্ড অনুসরণ করে রেকর্ড দর বেড়েছে রুপোরও। সূচকে ৫.৫ শতাংশ বৃদ্ধির জেরে এ দিন প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৬৪,৬১৭ টাকা। গত সপ্তাহে রুপোর দর চড়েছিল ১৫ শতাংশ।
আমেরিকা ও চীনের মধ্যে নিরন্তর সম্পর্কের অবনতি এবং ডলারের দাম কমার ফলে এ দিন আন্তর্জাতিক বাজারেও সোনার দর চড়েছে। সোমবার স্পট গোল্ড সূচকে ১.৫ শতাংশ উত্থানের কারণে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯২৮.৪০ ডলার, যা ২০১১ সালে আউন্সপ্রতি ১,৯২০.৩০ ডলার দরকে অতিক্রম করে নতুন রেকর্ড তৈরি করেছে।
করোনা সংক্রমণের জেরে ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশে বিশ্বের একাধিক দেশে ঘোষিত হয়েছে আর্থিক প্যাকেজ। যার ফলে চরম উত্থান দেখা দিয়েছে সোনার দরে। এ ছাড়া, সঙ্কটকালে নিরাপদ লগ্নি হিসেবে সোনায় বিনিয়োগের প্রবণতা বাড়ার প্রতিফলনও দেখা দিয়েছে দামের ঊর্ধ্বগতিতে। তবে সোনার দাম চড়ার ফলে চোখে পড়ার মতো পতন দেখা দিয়েছে ডলারের দামে।