আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে এবার প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফের একবার রাজ্যের বকেয়া মিটিয়ে দেওয়ার অনুরোধ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তাঁকে স্মরণ করিয়ে দিলেন, উম্পুনের ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিক ১০০০ কোটি টাকা ছাড়া আর কিছুই দেয়নি কেন্দ্র। অল্প অল্প করে বকেয়া টাকা মিটিয়ে দিলে রাজ্য ভাল করে কাজ করতে পারবে বলেও ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে বললেন মমতা।
কলকাতায় আইসিএমআরের অত্যাধুনিক ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে বলেন, “ভাল পদক্ষেপ, তবে রাজ্যের হাসপাতালগুলোতেও এমন ল্যাব পেলে আরও ভাল হত। এতে টেস্টের পরিমাণ আরও বাড়ত।” এরপরই কেন্দ্রের কাছে রাজ্যের তরফে তিনটি আর্জি রাখেন তিনি।
১) কোভিডে আড়াই হাজার কোটির ওপর খরচ হয়ে গেছে। কেন্দ্র এখনও স্রেফ ১২৫ কোটি টাকা দিয়েছে। বাংলা এখনও ৫৩ হাজার কোটি টাকা বকেয়া পায়। দয়া করে রাজ্যের বকেয়া অল্প অল্প করে মিটিয়ে দিলে বাংলা আরও ভাল কাজ করতে পারবে।
২) এপ্রিল থেকে মে, কেন্দ্রের ৪ হাজার ১৩৫ কোটি জিএসটি বকেয়া রয়েছে বাংলার কাছে। সেটাও মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এবং, ৩) ঘূর্ণিঝড় উম্পুনের ক্ষতিপূরণে অগ্রীম ১০০০ টাকা পেয়েছে বাংলা। এদিকে ঘূর্ণিঝড়ে সাড়ে ৬ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাজ্যের। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এসডিআরএফ-এর সব টাকা করোনায় খরচ করে দিলে কাল বন্যা হলে কী করবে সরকার? তাই এক্ষেত্রেও আরও আর্থিক সহায়তা করুক কেন্দ্রীয় সরকার।