অবশেষে মুম্বইয়ের বচ্চন পরিবারে সাময়িক স্বস্তি ফিরে এলো। করোনা ভাইরাসকে জয় করে এদিন বাড়ি ফিরলেন ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁর ৮ বছরের কন্যা আরাধ্যা বচ্চন। মা ও মেয়ে দুজনেরই শেষ কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও হাসপাতালেই পর্যবেক্ষণে রয়েছেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন।
আজ টুইটারে এই খবর জানান অভিষেক। তিনি লেখেন, “ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা চিরঋণী। ঐশ্বর্য ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাঁদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁরা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে মেডিক্যাল কর্মীদের পর্যবেক্ষণে থাকব।”
প্রসঙ্গত, গত ২৩ জুলাই সংবাদমাধ্যমে অমিতাভের করোনামুক্তির মিথ্যে খবর রটে যায়। বেশ কয়েকটি সংবাদমাধ্যম দেখাতে থাকে, বিগ বি-র করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি শিগগিরই বাড়ি ফিরতে চলেছেন। তবে সেই ভুল ভাঙান স্বয়ং অমিতাভই। এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন ও ভুয়ো বলে জানিয়েছিলেন বিগ বি। তিনি সেইসময় টুইটে লেখেন, এই খবর ভুল, দায়িত্বজ্ঞানহীন, ভুয়ো ও মিথ্যে।