বাংলা জুড়ে গেরুয়া হাওয়া এখন প্রায় ফ্যাকাশে। বিভিন্ন জায়গায় বিজেপি শিবির পরিত্যাগ করছেন দলীয় নেতারা। এবার পশ্চিম মেগিনীপুরে গেরুয়া শিবিরে ফের বড় ধাক্কা। খড়গপুর এক ব্লকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছে কয়েকশো নেতা, কর্মী, সমর্থক। দিন দুয়েক আগে গড়বেতায় দলবদল হয়েছে শাসকদলের
তরফে।
স্থানীয় তৃণমূল নেতাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই এঁরা বিজেপি থেকে তৃণমূল যোগ দিয়েছেন। আর কিছুদিন পরে এই অঞ্চলেই বিজেপির কোনও নেতাকে খুঁজে পাওয়া যাবে না।
গত বেশ কিছুদিন ধরে পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের তরফে দলবদলের জোয়ার এসেছে। দিন দুয়েক আগে গড়বেতা ১ নম্বর ব্লকে শতাধিক তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছিলেন।
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান জানিয়েছিলেন, যাঁরা বিজেপি কিংবা অন্যদলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। এদিন সেই আহ্বানে সারা দিয়ে কয়েকশো বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। এই দলে বেশ কয়েকজন সিপিএম কর্মীও ছিলেন। দলবদলকারীদের হাতে পতাকা তুলে দেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি।