করোনা মহামারি এবং তার ফলে হওয়া লকডাউনের ধাক্কায় ধরাশায়ী ভারতীয় অর্থনীতি। তবে দেশজুড়ে এই মন্দার বাজারে আর্থিক লেনদেন উল্লেখযোগ্য মাত্রায় কমে যাওয়ায় বহু প্রতিষ্ঠান যখন বন্ধ হওয়ার মুখে, কয়েক লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, তখন ব্যাতিক্রম মমতার বাংলা। আসলে দোকান-বাজার সব বন্ধ থাকায় বেড়েছে অনলাইন বিক্রির বাজার। আর সেই বিকল্প বাজারের সুযোগকে কাজে লাগিয়েই রাজ্যে স্বস্তির খবর নিয়ে এল সরকারি সংস্থা তন্তুজ। এই সরকারি বস্ত্র প্রতিষ্ঠান চলতি আর্থিক বছরের প্রথম আড়াই মাসে অনলাইনে ৩৪ লক্ষ টাকার ব্যবসা করেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এর মধ্যে ৮০ শতাংশ এসেছে তাঁতের শাড়ি বিক্রি করে। উল্লেখ্য দেশে তন্তুজর যে ৮২টি শোরুম রয়েছে তার মধ্যে রাজ্যে আছে ৬৭টি শোরুম।
প্রসঙ্গত, লকডাউনের জন্য ৭ জুন পর্যন্ত সব শোরুম বন্ধ ছিল। সেই সময়েই অনলাইনে সংস্থার এই ব্যবসা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও লকডাউন এর জন্য ক্ষতিগ্রস্ত তাঁতিদের বাঁচাতে সংস্থা ইতিমধ্যেই সমুদ্রগড়, বিষ্ণুপুর, সোনামুখীতে বিশেষ শিবির করে ৬৮ লক্ষ ৫৬ হাজার টাকার শাড়ি কিনেছে। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্রনাথ রায় জানিয়েছেন গত বছরের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে অনলাইনে ব্যবসা করে ২০ শতাংশ আয় বেড়েছে। উল্লেখ্য, গত অর্থবছরে সংস্থা অনলাইনে ব্যবসা করে এক কোটি ৪৫ লাখ টাকা আয় করেছিল। এই বছর তা বাড়িয়ে সাড়ে তিন কোটি টাকা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।