মহারাষ্ট্রে না হলেও, দিল্লীতে করোনা ভাইরাসের ক্ষেত্রে কিছুটা হলেও আশার আলো দেখা গেল। করোনায় মৃতের সংখ্যা গত এক মাসে উল্লেখযোগ্য হারে কমিয়ে আনল রাজধানী। যেখানে জুন মাসের প্রথম ১৫ দিনের মধ্যে করোনায় প্রতিদিন গড়ে ৯১ জন করে মারা যাচ্ছিলেন, সেই সংখ্যাটাই জুলাই মাসে কমে হল ৫০ জনে। অর্থাত্ গত এক মাসে করোনায় মৃত্যুর হার ৪৪ শতাংশ কমেছে দিল্লীতে।
সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে দিল্লী সরকারের স্বাস্থ্য দফতর। গত মাসে মনে করা হচ্ছিল যে, জুলাইয়ের শেষে দিল্লীতে করোনা আক্রান্তের সংখ্যা ৫.৫ লক্ষে গিয়ে পৌঁছবে। তবে আশার কথা হল সেই সংখ্যাটা এখনও পর্যন্ত ১.৫ লাখেও পৌঁছয়নি রাজধানীর বুকে। এই রিপোর্ট অনুযায়ী, যেখানে ১ জুন থেকে ১২ জুনের মধ্যে ১০৮৯ জন দিল্লীতে করোনায় আক্রান্ত হয়েছিলেন, সেখানে ১ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে দিল্লীতে করোনা ভাইরাসে আক্রান্ত হন ৬০৫ জন।
করোনায় মৃতের হার দিল্লীতে গড়ে ৪৪ শতাংশ কমেছে। এছাড়াও দিল্লীর সরকারি হাসপাতালগুলিতে গত ১ মাসে করোনায় মৃত্যু কমেছে ৫৮ শতাংশ। ১ জুন থেকে ১২ জুনের মধ্যে দিল্লীর সরকারি হাসপাতালগুলোয় করোনায় মৃত্যু হয়েছিল ৩৬১ জনের। সেখানে ১ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে দিল্লীর সরকারি হাসপাতালগুলোয় করোনায় মৃত্যু হয়েছে ১৫৪ জনের। আর দিল্লীর বেসরকারি হাসপাতালগুলো গত এক মাসে করোনায় মৃত্যুর হার কমেছে ২৫ শতাংশ। আর কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য কেন্দ্রগুলোয় গত এক মাসে করোনায় মৃত্যু কমেছে ৫৫ শতাংশ।
আজ সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করে বলেন, “দিল্লীতে করোনায় মৃত্যুর গ্রাফ আগের থেকে অনেকটা নেমেছে। জুন মাসের তুলনায় জুলাইয়ে কোভিডে মৃত্যুর হার কমেছে ৪৪ শতাংশ। ব্যক্তিগত ভাবে অতিমারীর শুরু থেকে এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। তবে মৃতের সংখ্যা শূন্যে না নাম অবধি আমাদের এই লড়াই জারি থাকবে।”