১৫ জুন গালওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সঙ্ঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর থেকেই লাগাতার মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আসছিলেন তিনি। সোমবার তার ধার আরও বাড়ালেন রাহুল গান্ধী। রবিবার একটি ভিডিও বার্তায় তিনি জোর গলায় দাবি করেছেন, এখনও ভারতীয় ভূখণ্ড দখল করে রয়েছে চীন। এ প্রসঙ্গেই আজ তাঁর মন্তব্য, ‘আমার রাজনৈতিক কেরিয়ার ধ্বংস হয়ে গেলেও আমি মিথ্যা কথা বলব না।’ টুইটে রাহুল লিখেছেন, ‘চীনারা ভারতীয় ভূখণ্ড দখল করেছে। সত্য গোপন করা এবং তাদের সুযোগ দেওয়াটাই জাতীয়তাবাদ বিরোধী। এটা জনগণের সামনে তুলে ধরাটাই দেশপ্রেম।’
এর সঙ্গে রাহুলের একটি ভিডিও বার্তাও রয়েছে।।১ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওয় রাহুল বলেন, ‘ভারতীয় হিসাবে আমি আমার দেশ এবং দেশের মানুষকে অগ্রাধিকার দিই। এখন এটা স্পষ্ট যে চিনারা আমাদের ভূখণ্ডে ঢুকেছে। এটা আমাকে বিরক্ত করছে। সাফ জানাই, আমার রক্ত টগবগ করে ফুটছে।’এই সূত্রেই তিনি প্রশ্ন তুলেছেন, ‘কী করে অন্য একটা দেশের সেনা আমাদের ভূখণ্ডে ঢুকে পড়ল?’ ভিডিও বার্তায় যদিও দেশের শাসক দল বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেননি রাহুল। কিন্তু তাঁর প্রশ্ন যে কার উদ্দেশে তা স্পষ্ট করে দিয়েছেন। রাহুলের নিশানায় কারা তাও পরিষ্কার।
‘টাফ কোয়েশ্চেনস অন চায়না’ অর্থাৎ ‘চীন নিয়ে কঠিন প্রশ্ন’, এই শিরোনামেই ভিডিয়ো বার্তাটি শেয়ার করেছেন রাহুল। যাতে তিনি বলেন, ‘এই ঘটনায় এক জন রাজনীতিবিদ হিসাবে আমি চুপ থাকতে পারব না, মিথ্যাও বলতে পারব না। কারণ আমি পরিষ্কার জানি যে চীনা অনুপ্রবেশ ঘটেছে।’ আবেগতাড়িত গলায় তিনি বলেন, ‘আমি স্যাটেলাইট ছবি দেখেছি, প্রাক্তন সেনাকর্তাদের সঙ্গেও কথা বলেছি। এর পর আমি এই মিথ্যা বলতে পারব না যে চীনা অনুপ্রবেশ ঘটেনি। আমার গোটা রাজনৈতিক কেরিয়ার ধ্বংস যাক, আমি মিথ্যা বলতে পারব না।’ এই সূত্রেই নাম না করে কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তোপ দেগেছেন রাহুল। তাঁর মতে, ‘যারা বলছে চিনা অনুপ্রবেশ ঘটেনি তারা জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমীও নয়।’