আগামী বছর অর্থাৎ ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচন। তার আগেই আজ থেকে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রচারাভিযান শুরু করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূল কংগ্রেসের প্রধান জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েনের মস্তিস্কপ্রসূত এই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে ‘সোজা বাংলায় বলছি’। রবিবার এর প্রথম পর্বে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কর্মসংস্থানের তুলনামূলক চিত্রটি তুলে ধরার চেষ্টা করলেন ডেরেক নিজেই।
‘সোজা বাংলায় বলছি’ ভিডিও সিরিজের প্রথম পর্বে তৃণমূল কংগ্রেসের প্রধান জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা দাবি করলেন, দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বেকারত্বের হার অনেক কম। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই-র দেওয়া তথ্যকে হাতিয়ার করে ডেরেক এদিন বললেন, “অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার বেকারত্বের হার কম। আমি বলছি না, সিএমআইই-র তথ্য বলছে। জুন মাসে ভারতে বেকারত্বের হার ছিল ১১ শতাংশ। যেখানে হরিয়ানায় বেকারত্বের হার ছিল ৩৩ শতাংশ। উত্তরপ্রদেশে ৯.৬ শতাংশ, কর্ণাটক ৯.২ শতাংশ, মধ্যপ্রদেশ ৮.২ শতাংশ, সেখানে বাংলায় বেকারত্বের হার ছিল ৬.৫ শতাংশ।” বঙ্গবাসীর উদ্দেশে ডেরেকের অনুরোধ, আগামী নির্বাচনে ভোট দেওয়ার আগে ‘
একটু ভেবে দেখুন।
উল্লেখ্য, এইমুহূর্তে করোনা সংক্রমণের জেরে রাস্তায় মিটিং-মিছিল করে জনমত গঠন করা সম্ভব নয়। তাই তৃণমূল শিবির এখন ভার্চুয়ালি প্রচার চালাচ্ছে। এবছর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যপাধ্যায়কেও দেখা গিয়েছে ভার্চুয়াল জনসভা করতে। লক্ষণীয়ভাবে এবারের শহীদ সমাবেশে মমতাকে বলতে শোনা গিয়েছে, “বহিরাগতরা বাংলা শাসন করবে না।” অর্থাৎ, বাইরে থেকে যে কেউ এসে যে বাংলাকে শাসনের চেষ্টা করলেই তা যে একেবারেই হবে না, সেটাই বুঝিয়ে দিয়েছেন মমতা। সেখানেই থেমে না থেকে এবার ‘সোজা বাংলায় বলছি’ নামের এই ভিডিও সিরিজটি চালু করল শাসকদল। যার নামেই রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া।
তৃণমূলের দাবি, তাঁদের এই প্রচারপর্বে যে ভিডিওগুলি প্রকাশ করা হবে, তাতে কোনও ফাঁকা আওয়াজ বা, গালভরা কথা থাকবে না। থাকবে শুধুই বাস্তব। এই ভিডিওগুলিতে দেখানো হবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গত ন’বছরে বাংলার কতটা অগ্রগতি হয়েছে। এছাড়াও কেন্দ্রের বিজেপির শাসনে বাংলাকে কীভাবে ‘বঞ্চনার শিকার’ হতে হচ্ছে, সেটাও তুলে ধরেন ডেরেক। প্রসঙ্গত, এর আগে ‘দিদিকে বলো’ ও ‘বাংলার গর্ব মমতা’-র মতো একাধিক কর্মসূচি নিয়েছিল তৃণমূল কংগ্রেস। আর এবার ‘সোজা বাংলায় বলছি’-র মাধ্যমে বাঙালির আবেগকেই হাতিয়ার করতে চাইছে তারা।