লাদাখের উত্তর-পূর্ব সীমান্তে ভারত-চীন লড়াই এখনও জারি রয়েছে। কোনওরকম অস্ত্র যুদ্ধ ছাড়াই আলোচনার মাধ্যমে চীনা সেনাকে হঠানোর প্রক্রিয়া জারি রেখেছে ভারত। ভারতে প্রবল চাপের ছেড়ে আজ ফের বেশ কয়েকটি এলাকা থেকে পিছু হটলো চীনা সেনাবাহিনী। সূত্রের খবর, পেট্রোলিং পয়েন্ট ১৫ এবং পূর্ব লাদাখের হট স্প্রিং গোগরা এলাকা থেকে পিছু হটেছে তাঁরা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে পেট্রোলিং পয়েন্ট ১৪ (গালওয়ান উপত্যকা), ১৫, ১৭ (হট স্প্রিং, গোগরা) থেকে পুরোপুরি সরে গিয়েছে চীনের সেনাবাহিনী।
অনেক আগে থেকেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা সরানোর কাজ চালাচ্ছিল দুই দেশ। গালওয়ান ঘাঁটিতে ভারত-চীন দুই দেশ তাদের বর্তমান অবস্থা থেকে এক কিলোমিটার পিছনে সরে গিয়েছে। নিজেদের মধ্যে বাফার জোন তৈরি করে নিয়েছে সেনাবাহিনী। ধারা অব্যাহত রেখে সম্প্রতি পেট্রোলিং পয়েন্ট ১৫, ১৭ থেকে পিছু হটেছে চীন। তবে উত্তেজনাপূর্ণ অবস্থায় এখনও একাধিক অঞ্চল রয়েছে। তার মধ্যে অন্যতম হল লাদাখের প্যাংগং এলাকা।
প্রসঙ্গত, লাদাখের গালওয়ান সেক্টরে চীনা সেনাবাহিনীর আগ্রাসন নীতির জেরে উত্তপ্ত হয়ে ওঠে দুই দেশের পরিস্থিতি। হিংসাত্মক লড়াইয়ে সেখানে শহীদ হন ভারতের ২০ জন সেনা জওয়ান। তবে দেশের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় কোনওরকম অনুপ্রবেশ করেনি চীনের সেনাবাহিনী। এমন একটি অবস্থান মাঝেই আলোচনার মাধ্যমে চলছে চীনের সেনাবাহিনীকে পিছু হটানোর পর্ব।