সচিন পাইলট-অশোক গেহলট তরজা এখন তুঙ্গে। এরই মাঝে বিজেপির অঙ্গুলিহেলনের সন্দেহ করছে কংগ্রেস সরকার। মধ্যপ্রদেশে যেভাবে বিজেপি সরকার গঠন করেছে সেই একই পন্থা রাজস্থানের ক্ষেত্রে অবলম্বন করা হচ্ছে, এমনই আশঙ্কা হাত শিবিরের। তাই এবার রাহুল গান্ধী সরাসরি অভিযোগ করলেন যে, রাজস্থানে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি৷ একই সঙ্গে তাঁর দাবি, রাজস্থানের রাজ্যপালের উচিত অবিলম্বে রাজ্য বিধানসভার অধিবেশন ডাকা৷
রাজস্থানের রাজ্যপাল কলরাজ মিশ্র বিধানসভার অধিবেশন ডাকছেন না, এই অভিযোগ তুলে রাজ ভবনে ধর্নায় বসেন কংগ্রেস বিধায়করা৷ শেষ পর্যন্ত রাজ্যপাল শিগগিরই বিধানসভা অধিবেশন ডাকার আশ্বাস দিলে ধর্না প্রত্যাহার করেন অশোক গেহলটের সমর্থনে থাকা কংগ্রেস বিধায়করা৷ এর পর পরই টুইট করে বিজেপিকে আক্রমণ করেন রাহুল গান্ধী৷ তিনি লেখেন, ‘দেশে সংবিধান এবং আইনের শাসন রয়েছে৷ সংখ্যাগরিষ্ঠ জনমত পেয়ে সরকার গঠিত হয় এবং তারা শাসন করে৷ রাজস্থানে সরকার ফেলার জন্য বিজেপি যে ষড়যন্ত্র করছে, তা স্পষ্ট৷ এটা রাজস্থানের আট কোটি মানুষের অপমান৷ রাজস্থানের রাজ্যপালের উচিত অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকা যাতে সত্যিটা দেশের সামনে আসে৷’
অন্যদিকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও অভিযোগ করেন, ‘ওপরমহল’-এর চাপ থাকাতেই বিধানসভার অধিবেশন ডাকতে চাইছেন না রাজ্যপাল৷ শেষ পর্যন্ত রাজস্থানের রাজ্যপাল বিধানসভা অধিবেশন ডাকার আশ্বাস দিলেও রাজ্য সরকারের কাছে নির্দিষ্ট কয়েকটি প্রশ্নের উত্তর চেয়েছেন৷ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শুক্রবার রাতে হওয়া জরুরি ক্যাবিনেট বৈঠকেই এই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দ্রুত রাজ্যপালকে জবাব দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷