সপ্তাহের দ্বিতীয় লকডাউন আজ। লকডাউন বজায় রাখতে গিয়ে আক্রান্ত হতে হল ইংরেজবাজার থানার পুলিশকে। মালদা শহরের বালুচরে আক্রান্ত হওয়ার পরেই আরও সক্রিয় হয় পুলিশ। লাঠি হাতে সারা শহর টহল দিতে দেখা যায় পুলিশকে। লকডাউন না মানায় বেশ কয়েক জনকে মারে পুলিশ। এখনও পর্যন্ত ইংরেজবাজারে গ্রেফতার করা হয়েছে ১০০ জনের বেশি।
করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। আজ পর্যন্ত জেলায় মোট সংক্রমিতের সংখ্যা ১৮৯৭ জন। মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের। সংক্রমণ রুখতে রাজ্য জুড়ে সপ্তাহে দু’দিন করে লকডাউন ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে।
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, “করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করেছে। মালদা শহরের মানুষ লকডাউনে ভালই সাড়া দিয়েছে। তবে এরই মাঝে এর মধ্যেই কিছু মানুষ লকডাউন ভাঙছে৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি৷ আজ বালুচর এলাকায় এক ব্যক্তি আমাদের কাজে বাধা দেয়৷ পুলিশ তাকে বোঝাতে গেলে সে পুলিশকর্মীদের ওপর চড়াও হয়৷ ওই ঘটনায় দুই পুলিশকর্মী আহত হয়েছেন”।