বিজেপি শাসিত কর্ণাটকে যেমন দিনের পর দিন আরও বেলাগাম হয়ে উঠছে করোনা ভাইরাস, ঠিক তেমনই সংক্রমণ নিয়ন্ত্রণ ও চিকিৎসা নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধেও জমা হচ্ছে অভিযোগের পাহাড়। এবার যেমন সে রাজ্যে দুই শিশু-সহ এক মহিলা এবং এক বৃদ্ধা দম্পতি ঘরের ভেতরে থাকা অবস্থায় বাইরে থেকে ফ্ল্যাট সিল করে দিল পুরকর্মীরা! বৃহস্পতিবার বেঙ্গালুরুর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ প্রকাশ করেন সকলে। তার পরেই চাপে পড়ে তড়িঘড়ি পদক্ষেপ করে সরকার। খুলে দেওয়া হয় গেট। পরে ক্ষমা চাইতে বাধ্য হন পুর কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, কর্ণাটকে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। এর মধ্যেই মঙ্গলবার শেষ হয়েছে লকডাউনের মেয়াদ। মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছেন, আর গোটা রাজ্যে লকডাউন করা হবে না। এবার শহরে বা রাজ্যে কনটেনমেন্ট জোনগুলিতেই আরও কড়াকড়ি করা হবে। তার বাইরে আর লকডাউন করা হবে না। সেজন্যই যে সমস্ত বাড়িতে বা আবাসনে কোভিড আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে, সেগুলিতে ঢোকা-বেরোনোয় নিষেধাজ্ঞা স্থাপন করা হচ্ছে সরকারের তরফে। সিল করে দেওয়া হচ্ছে সেগুলি।
স্থানীয় সূত্রের খবর, এইভাবে কনটেনমেন্ট এলাকা সিল করতে গিয়েই বেঙ্গালুরুর পুর কর্পোরেশনের কর্মীরা ডোমলুরের কাছে দুটি ফ্ল্যাটের দরজা সিল করে দেন। অভিযোগ, ফ্ল্যাটের ভিতরে দুই শিশু-সহ এক মহিলা ও এক বৃদ্ধ দম্পতি থাকেন। তাঁদের প্রয়োজনের কথা শুনতেও চাননি ওই কর্মীরা। ঘটনাটি সামনে আসতেই সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষোভের মুখে প্রশাসনের তরফে জানানো হয়েছে, অবিলম্বে ব্যারিকেডগুলি খুলে নেওয়া হবে। একইসঙ্গে স্থানীয় স্তরের কর্মীদের ‘অতি উৎসাহ’ নিয়েও ক্ষমা প্রার্থনা করা হয়েছে।