একেই বোধহয় বলে ‘আজব কাণ্ড’। করোনা পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা । দীর্ঘ লকডাউনে তাঁদের ব্যবসা লাটে ওঠার জোগাড় । কোনওমতে সংসার সামলাতে কালঘাম ছুটছে তাঁদের। সে কারণেই ব্যাঙ্কে ঋণের আবেদন করেছিলেন হরিয়ানার গুরুগ্রামের কুরুক্ষেত্রের এক চা বিক্রেতা । কিন্তু লোন তো তিনি পেলেনই না উল্টে তাঁর মাথায় চাপানো হল ৫০ কোটি টাকার ঋণের বোঝা।
যিনি ধার চেয়েছন তার নাম রাজকুমার। রাজকুমারের কথায়, “আর্থিক অনটনের কারণেই ব্যঙ্কে ঋণের আবেদন করেছিলাম। ব্যাঙ্ক জানালো আমি নাকি আগেই ৫০ কোটি টাকার ঋণ নিয়ে রেখেছি। কী করে এটা সম্ভব হল জানি না।”
প্রয়োজনের তাগিদেই ঋণ নেওয়ার কথা ভেবেছিলেন রাজকুমার নামের ওই চা বিক্রেতা । কিন্তু ব্যাঙ্ক তাঁকে ঋণ তো দেয়ই না । উল্টে জানানো হয়, আগে তাঁর নেওয়া ৫০ কোটির ঋণই তিনি এখনও শোধ করেননি । সেই টাকা আগে শোধ করলে তবেই নতুন ঋণের আবেদন করতে পারবেন তিনি । এই খবর শুনে কার্যত মাথায় হাত পড়েছে ওই চা ওয়ালার