বেশ কড়াকড়িতেই চলছে আজকের লকডাউন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণের ডায়মন্ড হারবার কিংবা জঙ্গলমহলের জেলাগুলি—সর্বত্রই লকডাউন কার্যকর করতে পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। কোথাও লাঠি উচিয়ে তাড়া তো কোথাও বিনা কারণে রাস্তায় বেরনোর জন্য শাস্তি হচ্ছে রাস্তার মাঝে কান ধরে উঠবস।
বৃহস্পতিবার সকালে থেকেই জনশূন্য হয়ে পড়ে ঝাড়গ্রামের রাস্তাঘাট। বন্ধ সব দোকানপাট। ঝাড়গ্রাম শহরের সবজি বাজার ও মাছ বাজারও বন্ধ রয়েছে আজ। কেবলমাত্র খোলা রয়েছে ওষুধের দোকান এবং প্যাথলজিক্যাল ল্যাবগুলি। ঝাড়গ্রাম শহরের পাশাপাশি নয়াগ্রাম, গোপীবল্লবপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি, লালগড়, বিনপুর, শিলদা, বেলপাহাড়ি— প্রতিটি এলাকাতেই দোকানপাট বন্ধ।
হুগলির জেলা সদর চুঁচুড়া-সহ শ্রীরামপুর, চন্দননগর, আরামবাগ, তারকেশ্বরে লকডাউন সফল করতে পুলিশি তৎপরতা তুঙ্গে। কোথাও কোথাও অকারণে রাস্তায় বেরনোর কারণে কান ধরে উঠবস করিয়ে শাস্তি দিচ্ছে পুলিশ।
নদিয়ার বিভিন্ন জায়গায় পুলিশকে দেখা গিয়েছে মারমুখী মেজাজে। নাকাশিপাড়া, বেথুয়াডহরি বাজারে বিনা প্রয়োজনে যাঁরা বেরিয়েছেন তাঁদের থেকে কারণ জানতে চাইছে পুলিশ। সন্তোষজনক উত্তর না দিতে পারলেই পড়ছে লাঠির বাড়ি। পাশাপাশি কল্যাণী সগুনা অঞ্চলে দোকানপাট বন্ধ করতে দেখা যায় পুলিশি তৎপরতা। বৈষ্ণবতীর্থ নবদ্বীপেও চলছে কড়া লকডাউন। কড়াকড়ি চলছে উত্তর ২৪ পরগণায়ও।