এখনও অবধি গোটা বিশ্বের নিরিখে আমেরিকাই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইতিমধ্যেই সেদেশের সাধারণ মানুষ গর্জে উঠেছেন। বক্তব্য, মহামারী পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প পুরোপুরি ব্যর্থ। উল্টে তিনি কড়াকড়ি শিথিল করায় বেশি উদ্যোগী। এই প্রেক্ষিতে এবার নিজের সঙ্গেই কার্যত ট্রাম্পের তুলনা টেনে মুখ খুললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। উল্লেখ্য, ভারতের মধ্যে করোনা ভাইরাস পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এই মহারাষ্ট্রই।
শিবসেনার মুখপত্র ‘সামনা’য় সাংসদ এবং দলের মুখপাত্র সঞ্জয় রাউতকে এক সাক্ষাৎকার দিয়ে উদ্ধার জানিয়েছেন, তিনি ডোনাল্ড ট্রাম্পের মতো নন। নিজের লোকেদের কষ্ট তিনি চোখে দেখতে পারেন না। তাঁর কথায়, আমেরিকার প্রেসিডেন্ট করোনা ভাইরাস পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে গোটা বিশ্বের ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। এই কঠিন পরিস্থিতিতে তিনি কড়া নিয়মের পথে যাচ্ছেন না।
কিন্তু উদ্ধব জানাচ্ছেন, ভাইরাস পরিস্থিতি আরও খারাপ হতে পারে, এই অনুমান করে তিনি কড়া নিয়ম জারি করছেন। এই মন্তব্য করেই তিনি ট্রাম্পের সঙ্গে নিজের তুলনা টানেন। প্রসঙ্গত, ‘সামনা’য় উদ্ধবের সাক্ষাৎকারের এই অংশটি সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরপাক খাচ্ছে। যদিও পুরো সাক্ষাৎকারটি এখনও বের হয়নি। গোটা সাক্ষাৎকারটি সামনে আসলে যে আরও বেশকিছু তথ্য মিলবে তা বলাই বাহুল্য।