ক্লাব দলের হয়ে শেষ ম্যাচে জোড়া গোলে ফের একবার ব্যক্তিগত রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একইসঙ্গে টানা নবম বার ইতালির সেরি আ খেতাব জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল জুভেন্তাস। তবে এক না, লাজিয়োকে ২-১ হারানোর ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন সি আর সেভেন।
৫১ মিনিটের মাথায় পেনাল্টি থেকে রোনাল্ডো এগিয়ে দেন জুভেন্তাসকে। যেই গোলের পরেই ‘সেরি আ’-তে ৫০তম গোল পূর্ণ করে ফেলেন তিনি। তিন মিনিট পরে পাওলো দিবালার পাস থেকে দ্বিতীয় গোল করেন তিনি। যার পর ইউরোপের তিনটি বড় লিগেই ৫০টি বা তার বেশি গোল করা একমাত্র ফুটবলারও হয়ে গেলেন রোনাল্ডো। স্যর আলেক্স ফার্গুসনের অধীনে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ৫০তম গোলে তিনি পৌঁছেছিলেন ১৭২ ম্যাচে। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগে গোলের হাফ সেঞ্চুরি করেন ৫১ ম্যাচে।
অন্যদিকে, লাজিয়োর একমাত্র গোলটি করে রোনাল্ডোর সঙ্গে এ মরসুমের সেরি আ-তে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন সিরো ইমমোবিলে। দু’জনেরই ৩০টি করে গোল। এখানেও নজিরের ছোঁয়া। শেষ ৬০ বছরের মধ্যে একটি মরসুমে সেরি আ-তে এর আগে মাত্র দু’বারই ৩০টি গোল করতে পেরেছেন কেউ। ২০১৫-১৬ মরসুমে নাপোলিতে খেলার সময়ে করেছিলেন বর্তমানে জুভেন্তাসেরই সদস্য গঞ্জালো হিগুয়াইন এবং ২০০৫-০৬ মরসুমে ফিয়োরেন্তিনার কিংবদন্তি লুকা টোনি।
দু’দিন আগে লিওনেল মেসি সর্বোচ্চ গোলদাতা হয়ে যা বলেছিলেন, সেই সুর এ বার রোনাল্ডোর গলাতেও। তিনি জানিয়েছেন, ‘‘রেকর্ড নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কিন্তু সব চেয়ে জরুরি দলের জয়। আমরা দুর্দান্ত একটা দল আর সেটাই ফের দেখিয়েছি সকলে মিলে।” যোগ করেছেন, ‘‘এখানেই থামতে চাই না আমরা। সব সময় উন্নতি করতে চাই, আরও ভাল খেলতে চাই।’’ হ্যাটট্রিকও হয়ে যেত তাঁর, যদি না হেড বারে লেগে ফিরত।