করোনার জেরে বন্ধ হল অমরনাথ যাত্রা। জম্মু-কাশ্মীরের অমরনাথ যাত্রা হিন্দু তীর্থযাত্রীদের কাছে এক বড় আকর্ষণ। বছরে একবারই মেলে এই তীর্থ দর্শনের সুযোগ। কিন্তু করোনা সংক্রমণের এই সময়ে এবার আর তা সম্ভব নয়। পরপর দু’বছর অমরনাথ যাত্রা বাতিল হল। তবে তীর্থস্থান থেকে হবে আরতির লাইভ সম্প্রচার। গত বছরে মাঝপথেই অমরনাথ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের জন্য সেই সময়ে বন্ধ করা হয় যাত্রা। আর এবার থমকে গেল করোনা সংক্রমণের আশঙ্কায়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উঁচুতে অমরনাথ হিন্দু ধর্মালম্বীদের অন্যতম পবিত্র তীর্থস্থল। সেখানে বছরের এই সময়টাতেই শুধু বরফের শিবলিঙ্গ দেখা যায়। প্রতি বছর জুন মাসে শুরু হয় অমরনাথ যাত্রা। গোটা দেশ থেকে তীর্থযাত্রী যান জম্মু-কাশ্মীরে। কিন্তু দেশজুড়ে করোনা পরিস্থিতির জন্য ঠিক হয় এই বছরে জুনের পরিবর্তে জুলাইতে হবে যাত্রা। আশা করা হয়েছিল, এই সময়ের মধ্যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। কিন্তু শেষ রক্ষা হল না।
প্রসঙ্গত, দেশে করোনা পরিস্থিতি ক্রমশই চিন্তার বিষয় হয়ে উঠছে। বাড়ছে আক্রান্ত, বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে এবারের অমরনাথ যাত্রা নিয়ে অনিশ্চয়তা ছিলই। এনিয়ে এদিন বিকেলে বৈঠকে বসে শ্রীঅমরনাথ স্রাইন বোর্ড। সেখানেই ঠিক হয় এখন দেশের যে পরিস্থিতি চলছে তাতে অমরনাথ যাত্রী ঝুঁকির হয়ে যাবে।