সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বেশ অনেক দিন কেটে গেলেও এখনও আলোচনার শীর্ষে তিনিই। আর চর্চা চলছে নেপোটিজম নিয়ে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন চেতন ভগত।
সুশান্ত সিং রাজপুতের ছবি ‘দিল বেচারা’ মুক্তি পাওয়ার ঠিক আগে, আজ মঙ্গলবার একটি টুইট করেছেন চেতন ভগত। সেখানে তিনি সমালোচকদের উদ্দেশ্যে অনুরোধ করেছেন, তাঁরা যেন সুশান্তের ছবিটি সম্পর্কে লিখতে গিয়ে একটু সহানুভূতিশীল হন। তবে এ বিষয়ে একটু ঠোঁটকাটা ভাষা ব্যবহার করেছেন তিনি। লিখেছেন, “ক্রিটিকরা কোনও নোংরা ছলচাতুরি করবেন না দয়া করে। বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না উল্টোপাল্টা লিখে। অনেক জীবন নষ্ট করেছেন, এবার থামুন। আমরা নজরে রাখব সবটা।”
এই টুইটের উত্তরে বিধুবিনোদ চোপড়ার স্ত্রী তথা এক ফিল্ম সমালোচক অনুপমা চোপড়া পাল্টা লেখেন, “যতবারই ভাবি এর চেয়ে খারাপ কিছু হয় না, ততবারই আলোচনার স্তরটা আরও নেমে যায়।” এই ব্যঙ্গের উত্তরেই ফের মুখ খোলেন চেতন ভগত। সরাসরি তোপ দাগেন বিধুবিনোদ চোপড়ার বিরুদ্ধে। লেখেন, “ম্যাডাম আপনার স্বামী আমার সঙ্গে যে আচরণ করেছিলেন, নির্লজ্জের মতো যেভাবে আমায় কোনও কৃতিত্ব না দিয়ে ‘বেস্ট স্টোরি’ আ্যাওয়ার্ডগুলো গ্রহণ করেছিলেন, তা আমায় আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। আপনি তখন শুধু দেখেছিলেন, কিছু বলেননি। তখন কোথায় ছিল আপনার আলোচনা!”
এই টুইটটি পড়েই চমকে উঠেছেন সকলে। ২০০৯ সালে চেতন ভগতের বেস্টসেলার উপন্যাস ‘ফাইভ পয়েন্ট সামওয়ান’ নিয়ে তৈরি হয় ‘থ্রি ইডিয়টস’ ছবিটি। যার প্রযোজক ছিলেন বিধুবিনোদ চোপড়া। সেই ছবিতেই লেখকের ক্রেডিট না দেওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন চেতন ভগত। জানিয়েছিলেন, ছবির শেষে কোথাও বলা হয়নি গল্পটি তাঁর লেখা বলে।