পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবের৷ বিকাশের মৃত্যর পরে তার ভাইকেও সতর্ক করলেন বিকাশের বৃদ্ধা মা৷ ছোট ছেলেকে বৃদ্ধার আর্জি, ‘পুলিশের কাছে আত্মসমর্পণ করো৷ না হলে দাদার মতো পরিণতি তোমারও হবে৷’
বিকাশ দুবের ভাই দীপপ্রকাশ দুবেও নানা অপরাধমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ উঠছে৷ বড়ছেলের মৃত্যুর পরে ছোটছেলেকে সতর্ক করলেন বিকাশের মা সরলাদেবী৷ গত ১০ জুলাই উত্তরপ্রদেশ পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় কুখ্যাত গ্যাংস্টার বিকাশের৷ তার বিরুদ্ধে ৮ জন পুলিশকে খুনের অভিযোগ ছিল৷
বিকাশের ভাই এখন পলাতক৷ পুলিশের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছে৷ দীপপ্রকাশকেও খুঁজছে পুলিশ৷ বুধবার সংবাদ সংস্থা এএনআই-এর মাধ্যমে বিকাশের মা সরলাদেবী বলেন, ‘দীপপ্রকাশ, দয়া করে বেরিয়ে এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করো৷ না হলে পুলিশ তোমাকে ও তোমার পরিবারকে মেরে দেবে৷ আত্মসমর্পণ করলে পুলিশ তোমায় নিরাপত্তা দেবে৷ তুমি তো কিছু করোনি৷ দাদার সঙ্গে সম্পর্কের জন্য তুমি কেন লুকিয়ে আছো?’
বিকাশ দুবের শেষকৃত্যে যাননি সরলাদেবী৷ এমনকী ছেলেকে শেষবারের জন্যও দেখেননি৷ তিনি জানান, তাঁর সঙ্গে বিকাশের কোনও সম্পর্কই নেই৷