এবার করোনা সংক্রমণে রাশ টানতে আগামী ১ সপ্তাহ টানা লকডাউন ঘোষণা করল বারাসত পুরসভা। আগামী ২৫ জুলাই শনিবার থেকে ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত সাত দিন সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্তের কথাই এদিন জানিয়েছে পুরসভা। আজ পুরসভা ভবনে একটি সর্বদলীয় বৈঠক হয়। সেই বৈঠকে ডাকা হয় পুলিশ-প্রশাসনকেও। সেখানেই আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বারাসত পুরসভায় ৩৫টি ওয়ার্ড রয়েছে। এই সাতদিন প্রতিটি ওয়ার্ডই সম্পূর্ণ লকডাউন রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে। নিত্য প্রয়োজনীয় জিনিস ও জরুরি পরিষেবাকে অবশ্য ছাড় দেওয়া হয়েছে। বাজারহাট সব কিছুই বন্ধ থাকবে। এমনকি জরুরি পরিষেবার গাড়ি ছাড়া এই পরিষেবার সঙ্গে যুক্ত লোকজনও রাস্তায় বের হতে পারবেন না। পুলিশ প্রশাসনকেও বলে দেওয়া হয়েছে, কেউ অযথা বাইরে বেরোলে তাঁকে রাজ্যের স্বাস্থ্য আইন অনুযায়ী যেন গ্রেফতার করা হয়। এই আইনে দোষী সাব্যস্ত হলে জেল ও জরিমানা দুটোই হতে পারে।
যে সমস্ত সরকারি ও বেসরকারি কর্মী বারাসত পুরসভা এলাকায় বসবাস করেন তাঁদের স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে শংসাপত্র নিতে বলা হয়েছে। তার ভিত্তিতে তাঁরা এই সাত দিন অফিস থেকে ছুটি নিতে পারবেন। অফিসগুলিকেও তাঁদের ছুটি মঞ্জুর করতে হবে। বারাসতের পুর প্রশাসক সুনীল মুখোপাধ্যায় এদিন জানান, এই সাত দিন বন্ধ থাকবে অটো ও টোটো সহ সমস্ত যান চলাচল। সর্বদলীয় বৈঠকে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে মহকুমা উপজেলা প্রশাসন।
এছাড়াও, উত্তর ২৪ পরগণায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে তৈরি হল সেফ হোম। বারাসত পুরসভার উদ্যোগে ৩০টি শয্যা বিশিষ্ট এই সেফ হোমের কাজ শুরু হল আজ থেকেই। পরে আরও ২০টি শয্যা যোগ করে এখানে ৫০ শয্যার সেফ হোম নির্মিত হবে। যাঁরা করোনা ভাইরাস সংক্রামিত অথচ উপসর্গ দেখা যাচ্ছে না, মূলত তাঁদেরই এই সেফ হোমে রাখা হবে। বিশেষ করে যাঁদের বাড়িতে পরিবারের সদস্যসংখ্যা বেশি এবং থাকার জায়গা কম, তাঁরাই এই হোমে থাকার অগ্রাধিকার পাবেন।