দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর আজ ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মধ্য প্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫। এদিন কালে রাজ্যপালের মৃত্যুর খবর টুইটারে জানিয়েছেন তাঁর ছেলে আশুতোষ ট্যান্ডন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।
গত কয়েক মাস ধরেই ধরেই বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন লালজি ট্যান্ডন। শ্বাসকষ্টের পাশাপাশি শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ঠিকমতো কাজ করছিল না। মাসখানেক আগেই লখনউয়ের এক হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। মঙ্গলবার সেখানেই মৃত্যু হয় এই প্রাজ্ঞ রাজনীতিবিদের। তাঁর ছেলে তথা উত্তরপ্রদেশের মন্ত্রী আশুতোষ ট্যান্ডন নিজেই টুইটারে বাবার মৃত্যুসংবাদ জানিয়েছেন। আজ বিকেল ৫টার সময় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শেষকৃত্যের সময় অনুগামীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করেছেন আশুতোষ।
১৯৩৫ সালে, ১২ এপ্রিল লালজি ট্যান্ডন জন্মগ্রহণ করেন। উত্তরপ্রদেশে কল্যাণ সিংয়ের সরকারে তিনি মন্ত্রী ছিলেন। উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন তিনি। পরে হাউস অফ দ্য কাউন্সিলের নেতাও হয়েছিলেন লালজি। তিনবার বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন এই বিশিষ্ট বিজেপি নেতা। পরে মায়াবতীর আমলে বিজেপি-বিএসপি জোট সরকারে নগরোন্নয়ন মন্ত্রী হয়েছিলেন। ২০১৮ সালে বিহারের রাজ্যপাল হিসেবে মনোনীত হন তিনি। ওই বছরেই মধ্যপ্রদেশে রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছিলেন তিনি।