সম্প্রতি ভারতের একাধিক অংশ নিজেদের বলে দাবি করে নতুন মানচিত্র তৈরি করেছে নেপালের প্রধানমন্ত্রী। আর সেই দেশপ্রেমের জিগিরে নেপাল সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা। দেশের অন্দরে ভারত-বিরোধী হুজুর তুলে ধরেছে নেপালের প্রধানমন্ত্রী ওলি।
ভারত-নেপাল সীমান্তে সীতা গুহার সামনেই একটি পিলার ছিল। সীতা গুহার কাছে যে এলাকা রয়েছে, তা নেপালের বলে দাবি করে কয়েক জন নেপালি নাগরিক তা বড় হাতুড়ি দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয় বলে অভিযোগ। তারই এক ছবি প্রকাশ এল দিন, যেখানে দেখা যাচ্ছে সীমান্তবর্তী এক গ্রামে নেপালিরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে সীমান্ত পিলার। তবে এ ঘটনার ছবি প্রকাশ্যে উঠে এলেও এখনও পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়ে চলেছে ভারত সরকার।
প্রসঙ্গত, ভারতের তিন অংশকে কেপি শর্মা ওলি নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করায় দু-দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এরই মাঝে ও অযোধ্যা নিয়েও রাজনীতি শুরু করেন নেপালের প্রধানমন্ত্রী।