সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি মহেন্দ্র সিংহ ধোনি? ভারতীয় ক্রিকেট ইতিহাসে কে সেরা অধিনায়ক? এই নিয়ে বিস্তর বিতর্ক চলবেই। এই চর্চা ক্রিকেটবিশ্বে কোনোদিনই থামবে না। কারোর মতে, দাদা-ই সেরা ক্যাপ্টেন, আবার কারও মতে মাহিভাই-ই সেরা। আর এবার এই বিষয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান পার্থিব পটেল।
এক চ্যানেলের ক্রিকেট শোয়ে এসে পার্থিব বলেছেন, “এক জন ক্যাপ্টেন অনেক ট্রফি জিতেছেন। অন্য ক্যাপ্টেন তৈরি করেছেন দল। ২০০০ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন অধিনায়ক হন, ভারতীয় ক্রিকেট তখন কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখান থেকেই সৌরভ এমন দল তৈরি করেছিলেন, যাঁরা বিদেশের মাটিতে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়েছিলেন। এমন নয় যে আমরা তার আগে বিদেশে জিতিনি। কিন্তু সৌরভের আমলে আমরা লড়তে শিখেছিলাম। যার ফলে পাকিস্তানে গিয়েও টেস্ট সিরিজ জিতেছি।”
সৌরভের নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করা পার্থিবের কথায়, “দক্ষিণ আফ্রিকায় ২০০৩ সালের বিশ্বকাপে কেউ ভাবতেই পারেনি যে ভারতীয় দল ফাইনালে উঠবে। অন্য দিকে, ধোনি আবার অনেক ট্রফি জিতেছে। ওই একমাত্র ক্যাপ্টেন যে এতগুলো ট্রফি জিতেছে। তবে আমাকে যদি ভোট দিতে বলা হয়, তবে দাদাকেই দেব। কারণ, শূন্য থেকে দল তৈরি করেছে সৌরভ।”