সাধারণ মানুষকে রেশন দেওয়ার সময় তখন মোদী সরকারের ভাঁড়ারে কিছু থাকে না। কিন্তু রাম মন্দিরের ক্ষেত্রে কোথায় সেই আর্থিক সংকট? ৪০ কেজি রুপোর পাত দিয়ে তৈরি হবে রাম মন্দিরের ভিত!
প্রথমত, করোনা আবহে এই ভূমিপুজো ঘিরে বিতর্কের শেষ নেই। কীভাবে এর অনুমতি দিল যোগী প্রশাসন, তা নিয়েও উঠছে প্রশ্ন। উপরন্ত, গোটা দেশের মানুষ যখন না খেতে পেয়ে মরতে বসেছে, এমন পরিস্থিতিতে ৪০ কেজি রুপোর পাত দানের যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা।
আগস্ট মাসের সেই অনুষ্ঠানে অযোধ্যায় হাজির থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই ভূমিপুজোয় ৪০ কেজি ওজনের রুপোর পাত দেওয়া হবে বলে খবর। যা নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে।