‘বায়ো সিকিওর বাবল’-এর নিয়ম লঙ্ঘন করেছিলেন। যার জেরে দলের বাইরে চার দিন নিভৃতবাসে থাকতে হয়েছিল তাঁকে। সেই সময়সীমা পার হওয়ার পর অবশেষে গতকাল থেকে ট্রেনিং করার সুযোগ পেলেন ইংল্যান্ডের তরুণ পেসার জোফ্রা আর্চার। রবিবার সকালে একা একাই মাঠে দৌড়ে শরীরচর্চা শুরু করলেন তিনি। জানা গেছে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড রবিবার ক্যারিবিয়ান শিবিরকে অনুরোধ করে আর্চারকে অনুশীলন করার অনুমতি দেওয়ার জন্য। বিপক্ষ শিবির থেকে সম্মতি দেওয়ার পরেই ট্রেনিং করতে নামেন আর্চার।
এদিন ইংল্যান্ডের সময় সকাল সাতটায় ওল্ড ট্র্যাফোর্ডের বাউন্ডারি লাইন বরাবর জগিং শুরু করেন আর্চার। শারীরিক দূরত্ববিধি মেনে তাঁর ট্রেনিং দেখছিলেন ফিজিক্যাল ট্রেনার। গ্লাভস ও মুখাবরণ পরেই ট্রেনিং করতে হয় তরুণ পেসারকে। এদিন নেটে বল করার কথা তাঁর। তবে আর্চারের বিরুদ্ধে কেউ ব্যাট করবেন না। একাই নেটে বল করার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে। ইংল্যান্ড বোলার যে বল ব্যবহার করবেন, সেটা অন্য কেউ স্পর্শও করতে পারবেন না।
শনিবারই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল, জরিমানা করা হয়েছে আর্চারকে। কিন্তু জরিমানার অর্থ গোপন রাখা হয়েছিল। অনুমান করা হচ্ছে, প্রায় পনেরো হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৪ লক্ষ টাকা) জরিমানা হয়েছে আর্চারের। আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন তিনি। তৃতীয় টেস্ট শুরু ২৪ জুলাই। সে ম্যাচে ফের বল হাতে আর্চারকে দেখা যেতে পারে। যদি না তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।