বর্তমানে গোটা দেশেই করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করেছে। মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লীর মত রাজ্যগুলিতে লাফিয়ে লাফিয়ে বেড়েছে আক্রান্ত এবং মৃত্যুর হার। এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল কর্ণাটকের একটি ভিডিও, যা দেখে সেখানকার বিজেপি সরকারের বিরুদ্ধে রীতিমত সমালোচনার ঝড় বয়ে গিয়েছে গোটা দেশে। দেখা গেছে, কর্ণাটকের এক সরকারি কোভিড হাসাপাতালের ভিতর দিব্যি ঘুরে বেড়াচ্ছে একদল শুয়োর।
ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু লোক সেই দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করছেন, অথচ কারোরই তেমন কোনও হেলদোল নেই। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালবুর্গি গুলবর্গা জেলার সরকারি চালিত কোভিড হাসপাতালে। প্রসঙ্গত, এই কালবুর্গিতেই দেশের প্রথম কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। ভিডিওটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গুলবর্গার ডেপুটি কমিশনার হাসপাতাল পরিদর্শনে যান, শুয়োরের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি।
এই বিষয়ে গুলবর্গার কংগ্রেস বিধায়ক প্রিয়াঙ্ক খার্গে প্রশ্ন তোলেন, “ওই হাসপাতালটা আমি দেখেছি। যে অংশে শুয়োরের দল ঘুরে বেড়াচ্ছে তা হাসপাতালের ভেতরে। কীভাবে অতগুলো শুয়োর হাসপাতালের ভেতরে ঢুকল?” ওই জেলার ইন-চার্জ তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী গোবিন্দ এম কারজোলকেই দায়ী করে প্রিয়াঙ্কের অভিযোগ, ”গোবিন্দ সবসময় বেঙ্গালুরু নিয়েই ব্যস্ত। অথচ রাজ্যের অন্যান্য জেলাগুলি নিয়ে তাঁদের কোনও মাথাব্যথাই নেই। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি।” সূত্রের খবর, এখনও অবধি কর্ণাটক প্রশাসন এই বিষয়ে কোনও ব্যবস্থাই গ্রহণ করেনি।