কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি এলাকায় আগামী ২-৩ ঘন্টায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যেমন কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে।
বাতাসে জলীয় বাষ্প অতিরিক্ত পরিমাণে থাকায় দিনের বেলায় ভাল ভাবেই ভ্যাপসা গুমোট গরম টের পাওয়া যাচ্ছিল। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শহরে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ।
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত চলবে।