আজ ১৯ জুলাই রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০,৭৭,৬১৮ জন। এখনও পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে গোটা দেশে মৃত্যু হয়েছে ২৬,৮১৬ জনের। এদিকে, সংক্রমণ সারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৬,৭৭,৪২৩ জন। অন্যদিকে, ভারতে এইমুহূর্তে অ্যাকটিভ কেস ৩,৭৩,৩৭৯। বুলেটিন প্রকাশ করে এদিন এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮,৯০২ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। আর সুস্থ হয়েছেন ২৩,৬৭২ জন। দেশে এখন সুস্থতার হার ৬২.৮৬ শতাংশ। আর মৃত্যুহার ২.৪৯ শতাংশ।
প্রথম থেকেই ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশে নভেল করোনা ভাইরাসের প্রভাব যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই পশ্চিমের এই রাজ্যে করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এর সর্বাধিক প্রভাব পড়েছে মহারাষ্ট্রের রাজধানী এবং দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,০০,৯৩৭ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ১১,৫৯৬ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৬৫,৬৬৩ জন। মহারাষ্ট্রে বর্তমানে অ্যাকটিভ কেস ১,২৩,৬৭৮।
কোভিড পরিসংখ্যানে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণী রাজ্য তামিলনাড়ু। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১,৬৫,৭১৪ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ২৪০৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,১৩,৮৫৬ জন। তামিলনাড়ুতে এখন অ্যাকটিভ কেস ৪৯,৪৫৫। তৃতীয় স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লী। এখানে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১,২১,৫৮২। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৫৯৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,০১,২৭৪ জন। সেখানে অ্যাকটিভ কেস ১৬,৭১১।