রাজ্যে করোনা নিয়ে এখনই আতঙ্কিত হয়ে পড়ার মতো কোনও কিছু ঘটেনি। আতঙ্ক না হয়ে সতর্ক থাকুক রাজ্যবাসী। শনিবার রাজ্য সরকারের তরফে এমনই বার্তা দিয়ে বাংলার সাধারণ জনগণকে আশ্বস্ত করা হয়েছে। নবান্ন সূত্রে এদিন এক বার্তায় বলা হয়েছে, “আতঙ্কিত হবেন না। রাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”
কলকাতা ও রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনাও সরকারের তরফে এদিন উড়িয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, কলকাতা বা রাজ্যজুড়ে পুনরায় লকডাউনের সম্ভবনা নেই। তবে, সংক্রমণের বিস্তার রুখতে কনটেইনমেন্ট জোনগুলিতে এখনও অবধি কড়াভাবেই বিধিনিষেধ কার্যকর করা হবে।
রাজ্যে সংক্রমণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে, বাংলার মুখ্যসচিব বলেন, রাজ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা স্বাভাবিক আছে। বাংলায় কোভিড টেস্টের হার বাড়ার কারণেই যে সংক্রমণের সংখ্যা বাড়ছে, তা স্পষ্ট করে দেন মুখ্যসচিব। তাঁর কথায়, “যত বেশি টেস্ট হবে, রাজ্যে আক্রান্তের সংখ্যা তত বাড়বে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।” আরও বলেন যে, “বাংলার পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। করোনায় বাংলার মৃত্যুহারও অনেক কম।”
রাজীব সিনহা জানান, সরকার একটা হেল্পলাইন চালু করেছে। হোম আইসোলেশনে থাকা ব্যক্তিরা ওই হেল্পলাইনে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন। সরকারি তথ্যের উল্লেখ করে, রাজ্যের মুখ্যসচিব এদিন জানান, বাংলায় এইমুহূর্তে কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭৬ টি। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ওই অঞ্চলগুলিতে কড়া ভাবে টোটাল লকডাউন চলছে।