শনিবার সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কে। গলসির খানো ও বড়মুড়িয়ার মাঝামাঝি জায়গায় বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি চারচাকা গাড়ি উপর। মর্মান্তিক দুর্ঘটনায় গাড়ির চালক ও এক আরোহীর মৃত্যু হয়।
ভোর ছ’টা নাগাদ বিকট আওয়াজ পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষ। কিন্তু গ্যাস ট্যাঙ্কারের নিচে চাপা পড়া চার চাকার গাড়ি থেকে আরোহীদের উদ্ধার করা সম্ভব হয়নি তাঁদের। খবর পেয়ে আসে গলসি থানার পুলিশ। ক্রেন ব্যবহার করে চাপা পড়ে যাওয়া গাড়িটিকে বের করে আনা হয়। গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় দুজনের দেহ।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ পুরোপুরি অবরুদ্ধ ছিল জাতীয় সড়ক। ঘণ্টাখানেক পর প্রথমে একটি লেন দিয়ে যান চলাচল শুরু হয়। এখন দুর্ঘটনাস্থল কর্ডন করে অন্য লেন দিয়েও গাড়ি চলাচল শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলও।