তিন বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এবারের লা লিগা খেতাবটাই ফরাসি কিংবদন্তির কাছে সব চেয়ে আনন্দের। বৃহস্পতিবার ভিয়ারিয়ালকে হারিয়ে ট্রফি নিশ্চিত করে তাঁর প্রতিক্রিয়া, ‘‘চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই বিরাট ব্যাপার। তবু লা লিগা জিতলে বেশি খুশি হই। এই লিগ অবশ্য আগেও জিতেছি। কিন্তু এ বার দু’মাস ঘরে আটকে ছিলাম। ফিরে এসে নতুন ভাবে নিজেদের তৈরি করতে হয়েছে। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্য প্রত্যেকে প্রচুর ত্যাগ স্বীকার করেছে।’’
বার্সেলোনা প্রেসিডেন্ট জোশেপ মারিয়া বার্তোমিউ পর্যন্ত গোল প্রযুক্তি ব্যবহার নিয়ে নিরপেক্ষতা বজায় রাখার কথা জানিয়েছিলেন। জিদান সেই বক্তব্যকে রাতারাতি খারিজ করে দিয়ে বলেছেন, ‘‘রিয়ালই এক নম্বর দল। লা লিগায় সব চেয়ে বেশি পয়েন্ট তো আমরাই পেয়েছি। এর বাইরে আর কিছু কথা থাকতে পারে বলে আমি মনে করি না।’’
করোনা সংক্রমণের জেরে প্রতিবারের মতো এ বার বাসে করে রিয়াল মাদ্রিদ বিজয় মিছিল করবে না। প্লাজা দে সিবেলেসে ভক্তদের সঙ্গে উৎসবে মেতে ওঠারও এ বার কোনও সুযোগই নেই বেঞ্জেমাদের। বৃহস্পতিবার ফাঁকা স্টেডিয়ামে ট্রফি হাতে তোলাটাও ফরাসি কোচের কাছে অদ্ভুত লেগেছে। তবু বলেছেন, ‘‘নিজের নিজের বাড়িতেই সমর্থকেরা আজ নিশ্চয়ই দারুণ আনন্দ করেছেন।’’
অতিমারির জন্য লা লিগা বন্ধ হওয়ার আগে রিয়াল খুব ভাল খেলছিল না। তখন লিয়োনেল মেসির বার্সেলোনা কিছুটা হলেও এগিয়ে ছিল। কিন্তু আবার খেলা শুরু হলে, করিম বেঞ্জেমারা টানা দশ ম্যাচ জিতে চমকে দিলেন।