সীমান্তে পাক গোলাবর্ষন আর জঙ্গী দমন অভিযান ঘিরে উত্তপ্ত কাশ্মীর উপত্যকা। শুক্রবার রাত থেকেই আচমকা পাকিস্তানি ফৌজ গোলা বর্ষণ শুরু করে। তাতে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। তাঁদের মধ্যে এক কিশোরও আছে। এদিকে শনিবার সকালে সোপোরে অভিযান চালিয়ে চার সন্ত্রাসবাদীকে খতম করে যৌথবাহিনী। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে মোট ৬ জন জঙ্গী নিকেশ হল। এর পাশাপাশি জানা গিয়েছে, অমরনাথ যাত্রায় নাশকতা চালানোর পরিকল্পনা করছিল তারা। সেই পরিকল্পনা বানচাল করেছে নিরাপত্তারক্ষীরা।
শনিবার সকালে দক্ষিণ কাশ্মীরে সোপিয়ান জেলার আমশিপোরা গ্রামে শুরু হয় এনকাউন্টার। গোপন সূত্রে নিরাপত্তারক্ষীরা খবর পেয়েছিলেন, এই এলাকায় কিছু জঙ্গী লুকিয়ে আছে। শনিবার ভোরে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন তারা।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ পুঞ্চের গুলপুর সেক্টরে পাক বাহিনী গোলাবর্ষণ করতে শুরু করে। ছোট বন্দুক থেকে লাগাতার গুলি ছুঁড়তে থাকে তাঁরা। সঙ্গে মর্টার হামলাও চালায়। সেই মর্টারের আঘাতে খারি কারমারা সেক্টরে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়। একই পরিবারের মহম্মদ রফিক, তাঁর স্ত্রী রাফিয়া ও তাঁদের ১৫ বছরের ছেলে ইরফানের মৃত্যু হয়। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়িও।