সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের বাসভবন ও অফিস একই বাংলোতে করার কাজ শুরু হল। ল্যুটিয়েন দিল্লির দুটি বাংলোকে জুড়ে একটি বিশাল বাংলো তৈরি করার কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গ ও ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গ, এই দুটি বাংলোকে জুড়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।
জানা গিয়েছে, এই কাজে তদারকি করার জন্য সুপ্রিম কোর্টের তরফে একটি কমিটি তৈরি করা হয়েছে। তারাই পুরো বিষয়ে নজর রাখছে।
এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, “নতুন বাংলোতে প্রধান বিচারপতির অফিস ছাড়াও একটি সেক্রেটারিয়েট থাকবে। তারা কলেজিয়ামকে সাহায্য করার কাজ করবে। এরপর থেকে সব ধরনের সাক্ষাৎ নতুন অফিসের ঠিকানাতেই হবে।”
ইতিমধ্যেই ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গের অন্দরের কাজ শুরু হয়ে গিয়েছে বলে খবর। সূত্রের খবর, যেহেতু এই বাংলো এতদিন থাকার জন্য ব্যবহার করা হত, তাই একে অফিস বিল্ডিংয়ে পরিণত করতে গেলে কিছু কাজ করতে হবে। দুটি বাংলোর মধ্যে থাকা প্রাচীর ভেঙে ফেলা হবে। এরপর থেকে দুটি বাংলো একটি বাংলো হিসেবেই গণ্য হবে।
৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাসভবন। অন্যদিকে ৭ নম্বর কৃষ্ণ মেনন মার্গে অন্য এক বিচারপতি থাকতেন। প্রধান বিচারপতি হওয়ার আগে সেই বাংলোতেই থাকতেন এস এ বোবদে। দুটি বাংলোয় টাইপ ৮ ক্যাটেগরিতে পড়ে। ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলোর আয়তন ৬৪২ বর্গমিটার। অন্যদিকে ৭ নম্বর কৃষ মেনন মার্গের বাংলো আয়তনে ৭১১ বর্গমিটার। সেই দুটিকেই এবার জুড়ে দেওয়া হচ্ছে।
বর্তমানে প্রধান বিচারপতির অফিসের কর্মীরা ৫ নম্বর কৃষ্ণ মেনন মার্গের বাংলোর ভিতরে দুটি ঘরে কাজ করে থাকেন। সেখানে কাজের পরিসর খুব কম। ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের মধ্যে প্রধান বিচারপতির চেম্বারেই সব বৈঠক হয়ে থাকে। এই পরিসর কম হওয়াতেই তা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।